শুক্রবার , ৮ সেপ্টেম্বর ২০২৩ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

তালায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বিধবাকে হয়রানী!

প্রতিবেদক
satkhirar sakal
সেপ্টেম্বর ৮, ২০২৩ ১১:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে খলিষখালী ইউনিয়নের টিকারামপুর গ্রামের মৃত আছির উদ্দীন সরদারের মেয়ে মোছাঃ আনোয়ারা খাতুন (৫২) নামের এক বিধবাকে হয়রানীর অভিযোগ উঠেছে। টিকারামপুর গ্রামের মৃত শওকত সরদারের ছেলে রশিদ সরদার ও রওশন সরদার এবং স্থানীয় নারী ইউপি সদস্য উক্ত হয়রানী করছে বলে জানা গেছে।

বিষয়টি প্রতিকারের জন্য ইতোমধ্যে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৪৫ ধারা বিধান মতে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেছেন ভুক্তভোগী আনোয়ারা খাতুন। এছাড়া বিষয়টি নিয়ে পাটকেলঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

ভুক্তভোগী মোছাঃ আনোয়ারা খাতুন জানান, প্রায় ১৮ বছর আগে একমাত্র কন্যাসন্তান রেখে তার স্বামী আকবার হোসেন মারা যান। এ সময় বেশ কয়েকবছর তিনি বাবার বাড়িতে থাকতেন। এদিকে হঠাৎ করে বাবার মৃত্যুর পর চাচারা ষড়যন্ত্র করে বাড়ি থেকে তাড়িয়ে দিলে মায়ের সাথে তারা দুই বোন মামার বাড়িতে আশ্রয় নেয়। পরে মায়েরও মৃত্যু হলে তিনি প্রতিবেশী মামাতো ভাইয়ের বাড়ির একটি খুপড়ি ঘর বেধে সেখানে বসবাস করেন।

বিভিন্ন স্থানে শ্রমিক হিসেবে কাজ করে সংসার চালাতেন তিনি। কিন্তু বর্তমানে শরীরটাও ভালো যাচ্ছেনা তার। এদিকে কোন ভাই না থাকায় বাবার বাড়ি থেকে আনোয়ারা ও তার বোন সখিনা খাতুন টিকারামপুর মৌজার সাবেক ২৯, এস এ ১৫, এস এ দাগ ৪০৪ ও ৫৮৬ দাগের ৫০ শতক জমি ওয়ারেশ সূত্রে প্রাপ্ত হন।

উক্ত জমিতে তিনে ঘরবাড়ি নির্মাণসহ গাছগাছালি রোপন করে শান্তিপূর্নভাবে ভোগ দখলে ছিলেন। অথচ লোভের বশবর্তী হয়ে উক্ত জমি তার চাচাতো ভাই টিকারামপুর গ্রামের মৃত শওকত সরদারের পুত্র রশিদ সরদার ও রওশন সরদার জাল, তঞ্চকী ও অস্তিত্বহীন কাগজপত্র সৃষ্টি করে দখলের চেষ্টা করে। এ বিষয়ে আদালতে মামলা হলে সর্বশেষ তারা ২০১৯ সালে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত থেকে তাদের পক্ষে রায় পান।

পরবর্তীতে প্রতিপক্ষরা উচ্চ আদালতে আপিল করে যার কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু স্থানীয় সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য হালিমা খাতুনের নেতৃত্বে রশিদ সরদার ও রওশন সরদার বিভিন্নভাবে তাকে হয়রানী করে আসছে। নিরুপায় হয়ে তিনি ফৌঃ কাঃ বিঃ আইনের ১৪৫ ধারা বিধান মতে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে আবেদন করেছেন (যার নং পি-১৩১৯/২২।

এছাড়া তিনি বিষয়টি নিয়ে পাটকেলঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (যার নং ১০৩৯)। বর্তমানে প্রতিপক্ষের হুমকি-ধামকির কারণে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এনিয়ে তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। তবে রশিদ সরদার, রওশন সরদার এবং স্থানীয় সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য হালিমা খাতুন তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, উক্ত জমি নিয়ে আদালতে মামলা চলছে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

তালায় জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন

তালায় মোজাম্মেল হক এন্ড মমতাজ বেগম ফাউন্ডেশনের আলোচনা সভা

‘সুশীলন’র বার্ষিক সাধারণ সভা ও ১’শ ২ কোটি টাকার বাজেট পেশ

মধুবাগ আবাসিক এলাকায় আরসিসি ঢালায় রাস্তা নির্মাণ কাজ উদ্বোধনী সভা

সাতক্ষীরার সেরা শিক্ষা প্রতিষ্ঠান নবজীবন ইনস্টিটিউট

আশাশুনি রিপোর্টার্স ক্লাবে জরুরী সভা

ভারতের আগরতলা স্টেট গেষ্ট হাউজে সুধীজনদের সাথে এমপি রবির মতবিনিময়

উদীচী সাতক্ষীরার সভায় প্রয়াত আনিসুর রহিমের স্মরণ সভার সিদ্ধান্ত

বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে তৈয়ব হাসান

কালিগঞ্জের পল্লীতে ঘের করতে গিয়ে দুই সংবাদকর্মী ষড়যন্ত্রের স্বীকার