খুলনা অফিস : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে খুলনা মহানগর ছাত্রদল। খুলনা মহানগর ছাত্রদলের সদস্য সচিব মোঃ তাজিম বিশ্বাসের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপি’র আহŸায়ক শফিকুল আলম মনা ও বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
খুলনা মহানগর ছাত্রদলের যুগ্ম আহŸায়ক সাইফুল ইসলাম খানের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদল নেতা ইবাদুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ ইমরান, সাজ্জাদ হোসেন জিতু, হেদায়েতউল্লাহ দিপু, ওহিদুজ্জামান খান, পারভেজ হাসান মিজান, মাজাহারুল ইসলাম রাসেল, তরিকুল ইসলাম নকিব, এস এম ইউসুফ ,আব্দুল আহাদ শাহীন, শাকিল আহমেদ, আরিফুল ইসলাম টুকু, ফারুক হোসেন,আল আমিন লিটন, মাসুম বিল্লাহ,রাজু আহমেদ, আবু সালেহ শিমুল, আব্দুস সালাম, নাম্মিন হোসেন মারজান, কাজী সালমান মেহেদী, আরিফ মোল্লা তুর্জ,খালিদ বিন ওয়ালিদ শোভন,রাব্বি চৌধুরী, শেখ শামসাদ আবিদ,এস এম নয়ন হোসেন, রাজিব হোসেন লিংকন, আরিফুল ইসলাম আরিফ,আল আমিন হোসেন, রাকিবুল ইসলাম সাজিদ সহ প্রমুখ। মিলাদ ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন ২১ নং ওয়ার্ড ছাত্রদল নেতা হাফেজ মোহাম্মদ রুম্মান হোসেন।
মিলাদ ও দোয়া মাহফিল পরবর্তী খুলনা মহানগর ছাত্রদলের সদস্য সচিব মোঃ তাজিম বিশ্বাসের সভাপতিত্বে খুলনা মহানগর ছাত্রদলের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এ সভায় খুলনা মহানগর ছাত্রদলের আহবায়ক ইস্তিয়াক আহমেদ ইস্তি ও যুগ্ম আহবায়ক হেলাল হোসেন গাজী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। এবং ১১ই সেপ্টেম্বর সোমবার খুলনা মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে খুলনা মহানগর ও জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে খুলনা মহানগর ছাত্রদলের অন্তর্গত ৫ টি থানা, ৮ টি কলেজ, ৩১ টি ওয়ার্ড ও ৩ টি ইউনিয়নের নেতৃবৃন্দদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে নির্দেশ প্রদান করেন।