সোমবার , ১১ সেপ্টেম্বর ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ

প্রতিবেদক
satkhirar sakal
সেপ্টেম্বর ১১, ২০২৩ ১১:৫৪ অপরাহ্ণ

যশোর অফিস : নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, শুধু পড়ালেখা ভালো করলে হবে না, চারিত্রিক ও সকল দিকের বৈশিষ্ঠ্যতায় ভালো হতে হবে। আলোকিত মানুষ হতে হবে। পড়ালেখার পাশাপাশি মানবিক গুণাবলী অর্জন করতে হবে।

সোমবার সকালে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘রিদম’ আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এসব কথা বলেন। এর আগে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় ইংরেজি বিভাগ।

অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, যবিপ্রবি অত্যন্ত দ্রæত বর্ধনশীল একটি বিশ্ববিদ্যালয়। বর্তমানে এতো দ্রæত বর্ধনশীল বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আর একটি নেই। এ রকম ক্রমবর্ধনশীল বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে অভিভাবক হিসেবে তোমাদের স্বাগত জানাচ্ছি। খুব দ্রæত এই বিশ্ববিদ্যালয় একটি আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হবে। সকল শিক্ষার্থীকে আবাসিক থাকতে হবে।

তিনি বলেন, এখনকার শিক্ষার্থীরা কিন্ত অনেক মেধাবী। আমাদের বাঙালিদের যে কৃষ্টি-কালচার আছে, তা বজায় রেখে মানবিক গুণাবলী অর্জন করে সামনে এগিয়ে যেতে হবে। র‌্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা উল্লেখ করে অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন বলেন, র‌্যাগিংয়ের সাথে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

যারা র‌্যাগ দিবে এবং যারা র‌্যাগিং এর শিকার হয়ে চুপ থাকবে, র‌্যাগারদের বাঁচানোর চেষ্টা করবে, উভয় পক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। র‌্যাগিং যারা করবে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি বহিষ্কার করা হবে। র‌্যাগিংয়ে জড়িতদের এমন ব্যবস্থা করা হবে, যেন সে আর কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারে। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের একটি সুস্থ ও নির্মল শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করাই আমাদের লক্ষ্য। ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. মো: মনিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগটির সহকারী অধ্যাপক ফারজানা ইয়াসমিন।

অনুষ্ঠানে বিভাগটির সহযোগী অধ্যাপক ড. মো: আব্দুল্লাহ মামুন, ড. মরিয়ম জামিলা, মো. আব্দুল হালিম, শারমিন সুলতানা, তানজীর আহমেদ, প্রভাষক তাবাস্সুম ইসলাম নবনী, তুসমিত মেহরুবা আঁকা, মাহমুদুর রহমান সিয়ামসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন ব্যাচে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের স্মারক তুলে দিয়ে বিশেষ সম্মাননা জানানো হয়।

এরপর ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তামান্না নুরার কবিতা আবৃত্তির মাধ্যমে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্য, কবিতা আবৃত্তি, দেশীয় সঙ্গীতের মনোরম উপস্থাপনা উপভোগ করেন দর্শক-শ্রোতা। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী তুরাইসা বিনতে হুমায়ন ও সৈয়দ আব্দুন নূর।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

সপ্তাহ ব্যাপী দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন

জেলা আনসার ও ভিডিপি সাতক্ষীরার আয়োজনে বৃক্ষ রোপণ

অধ্যক্ষ ড. শিহাবুদ্দিন কাকবাসিয়া বঙ্গবন্ধু হাইস্কুলের সভাপতি নির্বাচিত

তালায় কাঁচা মালের তীব্র সংকট, ভুগান্তিতে ক্রেতারা

প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালায় এমপি রবি

দেবহাটায় যুব বিভাগের ইয়ুথ লিডারশীপ ট্রেনিং প্রোগ্রাম

তালায় যুবলীগ নেতা রফিকুল ইসলামের গণসংযোগ

বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন তালার পুত্রবধু রায়হানা ইসলাম

কলারোয়ায় পল্লী বিদ্যুতের ভূতড়ে বিলে প্রায় ৭০ হাজার গ্রাহক দিশেহারা

রূপান্তরের আস্থা প্রকল্পের নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ