নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার অন্তর্গত রইচপুরে পুকুরের পানিতে ডুবে শুহানা সুলতানা (৮) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সাতক্ষীরা পৌরসভার সাত নম্বর ওয়ার্ড এলাকা রইচপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শুহানা সুলতানা রইচপুর গ্রামের মোঃ শাহিন হোসেনের কন্যা। দুপুরের দিকে পরিবারের সবাই কাজে ব্যস্ত ছিল।
এসময় শিশুটি বাড়ির পাশে নুর ইসলামের পুকুর পাড়ে খেলার সময় পানিতে পড়ে ডুবে যায়। বহু খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে ডুবে যাওয়া অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে রইচপুর গ্রামবাসী। এঘটনায় শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। গ্রামবাসী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।