ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে- ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে” তোমরা এগিয়ে গেলেই এগিয়ে যাবে বাংলাদেশ” মাদককে না বলি খেলাকে হ্যাঁ বলি এই ¯েøাগানে সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা পর্যায়ে ৫০ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুলের মাদ্রাস ও কারিগরি শিক্ষা ক্রীয়া প্রতিযোগিতার ২০২৩ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বিষ্ণুপুর পিকে এম মাধ্যমিক বিদ্যালয় কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়। মঙ্গলবার ১২ই সেপ্টেম্বর বেলা ১১ টায় উপজেলা পরিষদ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে ফাইনাল খেলায় বিষ্ণুপুর পিকে এম মাধ্যমিক বিদ্যালয় বনাম রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ মধ্যকার খেলাটি ১-১ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়।
পরবর্তীতে টাইব্রেকারের মাধ্যমে বিষ্ণুপুর পি কেএম মাধ্যমিক বিদ্যালয়কে ৪-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়। জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ এর সার্বিক সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড় ভাড়াশিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান, কালিগঞ্জ থানার দয়িত্বপ্রাপ্ত তদন্ত অফিসার এবাদ আলী এসআই মোঃ হাসান, সাংবাদিক ফজলুল হক, উপজেলা সমবায় অফিসার মোঃ আকরাম হোসেন, ক্রীড়া সংস্থার মনিরুজ্জামান মনি, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোমিন আলি, ছাত্রনেতা মিরাজ হোসেন এফ এক্স প্রমূখ হাজার হাজার সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলাটি পরিচালনায় প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মুরশিদ এলাহী বাবু এবং সরকারি রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন আলিমুজ্জামান রিফাত ও মাহবুব এলাহী সোহাগ।