কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের সেকেন্দারনগর চৌমোহনী বাজারে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং এর শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় খুলনা রিজিওনের সিনিয়র রিজিওনাল অফিসার এইচ. এম কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই এজেন্ট ব্যাংক উদ্বোধন করেন।
এজেন্ট ব্যাংকের এআরও খাতুনে জান্নাত মীমের সঞ্চালনায় ও ব্যাংকের স্বত্বাধিকারী এসএএম আশিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সাতক্ষীরা ডাচ বাংলা ব্যাংকের সিনিয়র কম্পন্টাইম ম্যানেজার অমল কুমার বিশ্বাস, সাতক্ষীরা অফিসের সিনিয়র সেলস্ ম্যানেজার মোঃ ইব্রাহিম মিয়া, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী, সেকেন্দার নগর বাজার বণিক সমিতির সভাপতি হাফেজ খাইরুল বাশার প্রমুখ। অনুষ্ঠানে বাজারের ব্যবসায়ী ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।