কালিগঞ্জ প্রতিনিধি : ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সবাইকে একসাথে কাজ করে যেতে হবে এই প্রত্যাশায় -একতাই বল একসাথে চলো- এটাই আমাদের ডেকোরেট মালিক সমিতির অঙ্গীকার। সাতক্ষীরার কালিগঞ্জে ডেকোরেট মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৩ সেপ্টেম্বর বেলা ১টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্সে ভবনের হলরুমে উপজেলা ডেকোরেটর মালিক সমিতি গোপি রঞ্জন অধিকারীর সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক শেখ মিঠু আলী ও কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম (ছোটর) সার্বিক পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি জনাব মোহাম্মদ হেদায়েতুল ইসলাম এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামু, সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মালিক সমিতির সহ-সভাপতি গোলাম কুদ্দুস,সহ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক সমিতির মোঃ মনিরুজ্জামান প্রমূখ ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন যথাক্রমে কালিগঞ্জ উপজেলার ডেকোরেট মালিক সমিতির সহ সভাপতি আব্দুল কাদের, মোস্তফা, গোপন চন্দ্র, সম্পাদক সিরাজুল ইসলাম ,সহ সম্পাদক সাইফুল ইসলাম, মাহবুর হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক লিটন ও স্বপন কুমার, প্রচার সম্পাদক প্রান্ত মুন্সি ও পিন্টু গাজী, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম তুহিন, সমাজকল্যাণ সম্পাদক মিন্টু হোসেন, সাংস্কৃতিক সম্পাদক শ্রী উদয় হালদার, কার্যনির্বাহী সদস্য জয়ন্ত ঘোষ ,আব্দুল আলিম, মোঃ নুরুজ্জামান ,মাসুম বিল্লাহ হোসেন আলী ও আব্দুল হামিদ সহ উপস্থিত ছিলেন উপজেলার ১২টি ইউনিয়নের ডেকোরেটর মালিক সমিতির সভাপতি /সম্পাদক সহ ২০০ শতাধিক ডেকোরেটর কাজে নিয়োজিত সদস্যগ।