নিজস্ব প্রতিনিধি : দেবহাটার দক্ষিণ সখিপুরে নিউ সততা সুপার আইসক্রিম তৈরি কারখানার প্রোপাইটার আজগার আলী। অন্যের নামে-ভুয়া মোড়ক ব্যবহার করে এবং অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করে বিভিন্ন স্থানে বিক্রি করে হুমকির মুখে ঠেলে দিচ্ছে জনস্বাস্থ্য।
স্থানীয়রা জানান, দেবহাটা উপজেলায় বিভিন্ন জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি কারখানা হয়েছে এই অস্বাস্থ্যকর কারখানার তৈরি আইসক্রিম কোমলমতি শিশুরা খেলে অসুস্থ হয়ে পড়বে। বর্তমান উন্নয়নশীল সরকার যখন শিশু স্বাস্থ্যসহ জন সাধারণকে নিরাপদ খাদ্য, জনস্বাস্থ্যের মাধ্যমে সুপেয় পানি স্যানিটেশন সুরক্ষা জোরদার করতে সাধারণ মানুষকে সচতেন করার পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্য কর্মী নিয়োগ এবং বিভিন্ন এনজিও’র কার্যক্রম অব্যহত রেখেছেন।
তখন উপজেলার দক্ষিন সখিপুর গ্রামের জোহর আলীর ছেলে আজগার আলী নিজ বাড়িতে গড়ে তুলেছে নিউ সততা সুপার আইসক্রিম নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানে সত্ত¡াধিকারী আজগার আলী সর্বশেষ ২০২২ সালের মেয়াদ উত্তীর্ন স্যানিটারি লাইসেন্স ব্যবহার করে সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে চালিয়ে যাচ্ছে তার অস্বাস্থ্যকর পরিবেশে এ ব্যবসা। তাছাড়া নিউ সততা সুপার আইসক্রিমের নামে ব্যবসা প্রতিষ্ঠান হলেও ঐ নামে কোন মোড়ক পাওয়া যায়নি সেখানে। তবে অন্যের নামে সুন্দর ডিজাইনের লেভেল করা কয়েকটি মোড়ক দেখা যায় আইসক্রিমে।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে এ সব আইসক্রিম। যাতে হুমকির মুখে ফেলতে পারে শিশু ও মানব স্বাস্থ্য। এ ব্যাপারে প্রতিষ্ঠানের সত্ত¡াধিকারী আজগার আলী বলেন, আমি এ সব নামেই মোড়ক লাগিয়ে ব্যবসা করবো তাতে সমস্যা কি?
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের কাছে এলাকাবাসীর দাবি স্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম মিল গুলিতে আইসক্রিম তৈরি করার আশু হস্তক্ষে কামনা করেছে।