বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪সেপ্টেম্বর) বিকাল ৪টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সম্মুখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি ঢাকা এর দিক নির্দেশনায় ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন, দেবোত্তর বোর্ড ও হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবিতে সারা দেশে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি সনৎ কুমার গাইন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অসিত কুমার সেন, কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদ এর উপদেষ্টা পরান মন্ডল, কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদ এর আইন বিষয়ক সম্পাদক রবীন্দ্রনাথ বাছড়, কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদ এর প্রচার সম্পাদক গোপীরঞ্জন অধিকারী, কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদ এর সহ-সভাপতি রনজিত সরকার,কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদ এর কোষাধক্ষ্য বরুণ ঘোষ, কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদ মথুরেশপুর ইউনিয়ন সভাপতি ভৈরব ঘোষ, কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদ মথুরেশপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মধুসূদন ঘোষ, কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদ রতনপুর ইউনিয়ন সভাপতি হিমাংশু ঘোষ, কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদ রতনপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক হারান ঘোষ।
এছাড়া উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ। এ সময় মানববন্ধন অনুষ্ঠান থেকে বক্তারা তাদের বিভিন্ন দাবির কথা তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।