সকাল ডেস্ক : সাতক্ষীরায় কনস্টেবল ও নায়েক পদমর্যাদার পুলিশ সদস্যদের “দক্ষতা উন্নয়ন কোর্স” ১৩তম ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে সাতক্ষীরা পুলিশ লাইন্সে কনস্টেবল ও নায়েক পদমর্যাদার পুলিশ সদস্যদের এক সপ্তাহ মেয়াদী ‘দক্ষতা উন্নয়ন কোর্স’ এর ১৩তম ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এর পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুর রহমান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) “দক্ষতা উন্নয়ন কোর্স” এর প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন এবং কোর্স সম্পর্কে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নিদের্শনামূলক বক্তব্য প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান সহ সাতক্ষীরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।