কালিগঞ্জ প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেশ আগে ভাগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে প্রচার প্রচারণা ও গণসংযোগ এর মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করলেন ইটালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক দ্য ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ রোম ইটালি। সাতক্ষীরা-০৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী তরুণ জননেতা রনি আহমেদ।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচারণা ও গণসংযোগ শেষে উপজেলার নাজিমগঞ্জ ০৯ নং মথুরেশপুর ইউনিয়নের আওয়ামী লীগ কার্যালয়ে সন্ধ্যা ০৭টায় এক আলোচনা সভায় মিলিত হন। আলোচনা সভায় মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জামাত আলীর সভাপতিত্বে শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন ও কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী শিরুজ্জামান শিরুর সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মথুরেশপুর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সৈয়দ উদ্দিন, শেখ মিরাজ হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য শেখ ফাহিম আহমেদ, মথুরেশপুর ইউনিয়নের আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্না, ছাত্রনেতা মহিবুল্লাহ রনি, তাঁতিলীগের সহ-সভাপতি মোঃ সাহেব হোসেন, উপজেলা ছাত্রনেতা মিরাজ হোসেন এফ এক্স, উপজেলা কার্যনির্বাহী সদস্য ছাত্রলীগের শেখ মসজিদ এলাহী বাবু প্রমূখ।
এ সময় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী রনি আহমেদ বলেন, আমি কালিগঞ্জের সন্তান বিগত দিনে সুখে দুঃখে বিপদে আপদে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছিলাম। বর্তমানে ও আপনাদের পাশে আছি । যদি জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেন, তাহলে নৌকা প্রতীক নিয়ে আপনাদের সকলকে সাথে নিয়ে একসাথে এগিয়ে যাব এটাই আমার প্রত্যাশা।