শনিবার , ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

কালিগঞ্জে জনকল্যাণ সংস্থার আয়োজনে গ্লোবাল ক্লাইমেট পালন

প্রতিবেদক
satkhirar sakal
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ১:০১ পূর্বাহ্ণ

বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : সাতক্ষীরার কালিগঞ্জে ফুলতলা মোড়ে ১৫ সেপ্টেম্বর সকাল ১০ টায় “ফান্ড আওয়ার ফিউচার” (আমাদের ভবিষ্যতের জন্য আর্থিক বিনিয়োগ কর) দাবি করে হাজার হাজার তরুন এবং তাদের প্লাটফরম একশনএইড বাংলাদেশের সহযোগিতায় জলবায়ু ধর্মঘটে অংশগ্রহন করে। তাদের সাথে একমত পোষণ করে বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সাংবাদিকরা উপস্থিত ছিলেন, এ সময় যুবরা সরকারী পর্যায়ের বিনিয়োগকারী ব্যাংকগুলো এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে জীবাশ্ম জ্বালানীর পরিবর্তে টেকসই প্রকল্প এবং নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করার আহবান জানায়।

জলবায়ু সংকট নিরসন, ন্যায়বিচার দাবি ও জনগনকে সচেতন করতে একশনএইড বাংলাদেশের সহায়তায় ও এক্টিভিস্তা নেটওয়ার্ক এর ৩০ টিরও বেশি যুব সংগঠনের সহস্রাধিক তরুণ এই গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে অংশ নেয়। জনকল্যান সংস্থার তরুণ এক্টিভিস্টা স্বেচ্ছাসেবকরাও এই গেøাবাল ক্লাইমেট স্ট্রাইকে সংহতি প্রকাশ করেন। এসময় তরুণরা দলমত নির্বিশেষে সমাজের বিভিন্ন প্রান্তের মানুষদের সাথে নিয়ে জলবায়ু সংকট নিরসন, ন্যায়বিচার দাবিতে ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অবস্থান নেয়।তাছাড়াও জনকল্যান সংস্থার যুব এক্টিভিস্টারা বলেন, উন্নত দেশগুলো জীবাশ্ম জ্বালানীতে অর্থায়নের মাধ্যমে জলবায়ু সংকট সৃষ্টি করছে, তাদের নব্য ঔপনিবেশিক শোষণ, যুদ্ধ এবং মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে আমাদের এই পৃথিবীকে ধ্বংস করছে। “প্রতি বছর উপক‚লীয় অঞ্চলে পানি বাড়ছে এবং আমি যেখান থেকে এসেছি সেখানে আমাদের বসবাস করা কঠিন হয়ে পড়ছে।

ভবিষ্যত প্রজন্ম ও বাসযোগ্য পৃথিবীর জন্য টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করা বাঞ্চনীয়। যত তাড়াতাড়ি আমাদের বৈশ্বিক নেতৃবৃন্দ এই কাজ করবে তত তাড়াতাড়ি এ পৃথিবী সুরক্ষিত হবে।একশনএইড বাংলাদেশ এর যুব প্রোগ্রামের ব্যবস্থাপক মোঃ নাজমুল আহসান জানান “সারা পৃথিবীতে যে হারে জীবাশ্ম জ্বালানিতে ও ব্যবসায়িক কৃষি পন্যে বিনিয়োগ বেড়ে চলছে তা ন্যায়ভিত্তিক ও টেকসই উন্নয়নমূলক পৃথিবী গড়ার ক্ষেত্রে একটি বিরাট অন্তরায়।

ফলে বাংলাদেশের তরুণরা নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু সহিষ্ণু টেকসই কৃষিতে বিনিয়োগের গুরুত্বের ওপর জোর দিয়ে জ্বালানি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা এবং জলবায়ু প্রশমন তহবিলের দাবি করছে।একশনএইড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির বলেন, ‘‘ফসিল-ফাইনান্স ও ক্ষতিকর ব্যাবসায়িক কৃষি পন্যতে বিনিয়োগ প্রবণতা ক্রমবর্ধমান পুঁজিবাদী মানসিকতার একটি প্রধান উদাহরণ যেখানে মানুষের চেয়ে মুনাফাই মুখ্য। এটি পৃথিবীতে বাস্তুতন্ত্র এবং জলবায়ুকে মারাত্মকভাবে ধ্বংস করছে। ফলে বিরুপ প্রভাব পড়ছে গেøাবাল সাউথের দেশগুলোর উপর। এর ফলে অতি মাত্রায় ক্ষতিগ্রস্থ হচ্ছে নারী ও যুবসহ বিপদাপন্ন গ্রæপগুলো। আমরা যদি এখনই সোচ্চার না হই তবে নিকট ভবিষ্যতে আমাদেরকে বড় দূর্যোগ ও বিপর্যয়ের সম্মুখীন হতে হবে, বাস্তুচ্যুত হতে হবে আমাদের মত দেশগুলির লক্ষাধিক মানুষকে।”

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনাকে দশমবারের মতো সভাপতি হিসেবে দেখতে চাই : জগলুল হায়দার এমপি

পাইকগাছা উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা সম্পন্ন

একদফা দাবিতে সাতক্ষীরা জেলা বিএনপির পদযাত্রা

শ্যামনগরে সিসিডিবি’র উদ্যোগে ২টি ইউনিয়নে গাছের চারা বিতরণ

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণে অভিজ্ঞতা উপস্থাপন

শ্যামনগরে হতদরিদ্র ও এতিম প্রতিবন্ধী শিশুদের মাঝে এনএফআই কিট বিতরণ

ভবদহ অঞ্চল পরিদর্শন করলেন এমপি ইয়াকুব আলী

প্রয়াস এর উদ্যোগে মেধাবী ছাত্রী রাজিয়া সুলতানাকে আর্থিক সহায়তা প্রদান

আল কোরআন অ্যাকাডেমির পিঠা উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাতক্ষীরা মহিলা আওয়ামী লীগের র‌্যালি