শনিবার , ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৭’শ কেজি চিংড়ি বিনষ্ট : চার জনকে সাজা

প্রতিবেদক
satkhirar sakal
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ১২:১৪ পূর্বাহ্ণ

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে র‌্যাবের বিশেষ অভিযানে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগ চারজন চিংড়ি ব্যবসায়ী ও আট জন নারী শ্রমিককে আটক করে এ সময় জব্দ করা হয়েছে ৭০০কেজি অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ি। শুক্রবার সকাল ১১টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাঁশতলা বাজারের নিকটবর্তী গোয়ালঘেষিয়া নদীর ব্রীজের পাশে মাছের সেটে এ অভিযান চালানো হয়।

বিকেলে ভ্রাম্যমান আদালতে চার ব্যবসায়ির প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় ও আট নারী শ্রমিককে মুচলেকার মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে। অপদ্রব্য পুশ করা চিংড়ি মাছ আগুনে পুড়িয়ে ও গাড়ির চাকার তলায় পিষ্ট করার পর ওই বাগদা চিংড়ি মাটির তলায় পুঁতে ফেলা হয়েছে। ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত চার ব্যবসায়িরা হলেন, আশাশুনি উপজেলার মহেশকুড় গ্রামের ইসলাম বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম, কালিগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের আবুল কালাম ঢালীর ছেলে আলমগীর ঢালী, একই উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের হামিদ গাজীর ছেলে সাকিল
হোসেন ও একই গ্রামের আসাদুল গাজীর ছেলে ফরিদ হোসেন। কালিগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা জানান, গোপন খবরের ভিত্তিতে শুক্রবার সকাল ১১টার দিকে খুলনা র‌্যাব-৬ এর সাতক্ষীরা অফিসের সহকারি পুলিশ সুপার নাজমুল হোসেনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা উপজেলার বাঁশতলা বাজারের নিকটবর্তী গোয়ালঘেসিয়া নদীর ব্রীজের পাশে অভিযান চালানো হয়।

এ সময় বেড়িবাঁধের পাশে রবিউল ইসলামের বাৎসরিক ১০ হাজার টাকায় ফরিদ হোসেন ও রেজায়ানের একটি ভাড়া নেওয়া ঘর, তার পার্শ্ববর্তী একটি ও মাছের সেটের মধ্যে আরো একটি ঘরে অভিযান চালানো হয়। এ সময় চার ব্যবসায়ি ও আটজন নারী শ্রমিককে আটক করা হয়। র‌্যাব এর উপস্থিতি টের পেয়ে মাছ ব্যবসায়ি বন্দকাটি গ্রামের রেজায়ানসহ দুইজন পালিয়ে যায়। তিনটি ঘর থেকে জব্দ করা হয় ৭০০ কেজি পুশকৃত বাগদা চিংড়ি, পুশ করার কাজে ব্যবহৃত কয়েকটি সিরিঞ্জ, পানি মিশ্রিত ময়দা।

বিকেল তিনটার দিকে তিনি ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা ঘটনাস্থলে ছুঁটে আসেন। বিকেল চারটার দিকে আটককৃত চার ব্যবসায়ির প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদÐ ও মুচলেকা দিয়ে আট নারী শ্রমিককে মুক্তি দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। এ সময় পুশকৃত ৭০০ কেজি বাগদা চিংড়িতে কেরোসিন ও প্রেট্রোল ঢেলে আগুন জ্বালানোর পর গাড়ির চাকায় পিষ্ট করে মাটির তলায় পুঁতে ফেলা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা সুলতানা বুশরা উক্ত ঘটনা নিশ্চিত করে তিনি আরো জানান, সাজাপ্রাপ্ত চার ব্যবসায়িকে শুক্রবার বিকালে সাতক্ষীরা জেলা হাজতে প্রেরণ করা হয়েছে ।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

তালায় প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হল বাল্যবিবাহ

সাতক্ষীরা সদর উপজেলা যুব ফোরামের সক্রিয়করণ সভা

খুলনা লায়ন্স স্কুল এন্ড কলেজের একটি ঐতিহ্য রয়েছে -সিটি মেয়র খালেক

তালায় বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা

আগামী জাতীয় বাজেটে পর্যাপ্ত বরাদ্দসহ ২১ দফা বাস্তবায়নে সাতক্ষীরায় নাগরিক সংলাপ

পাইকগাছায় ভূমিহীন ও গৃহহীনদের নির্মাণাধীন বাসগৃহ পরিদর্শন করলেন ইউএনও

এবি পার্টি সাতক্ষীরা পৌর মহিলা কমিটি গঠন

দীর্ঘ ১০ দিন বন্ধের পরে পুনরায় শুরু হলো নলতা মাধ্যমিক বিদ্যালয়ের কার্যক্রম

কালিগঞ্জের প্রাণকেন্দ্র বাজার গ্রামে জলাবদ্ধতা থেকে মুক্তি চান এলাকাবাসী

ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে নবাগত সদর ইউএনও শোয়াইব আহমাদকে ফুলেল শুভেচ্ছা