নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা তালা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) রথীন্দ্র নাথ হালদারের তত্ত¡াবধানে বিভিন্ন প্রকল্পের কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। বিভিন্ন রাস্তা-ঘাট, ভবন নির্মাণে এসব অনিয়ম হচ্ছে বলে অভিযোগ। ফলে ভাল মানের কাজ না হওয়ায় কিছুদিন পরপর সংস্কার করতে হচ্ছে। সম্প্রতি বেশ কয়েকটি প্রকল্পে অনিয়মের অভিযোগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিব বরাবর অভিযোগ করেছেন খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু।
অভিযোগে বলা হয়েছে, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) তত্ত¡াবধানে আরআইডিপি-৩ প্রকল্পের মহান্দী ইউজেডআর হতে হাজরাকাটি প্রাইমারি স্কুল পর্যন্ত ৫৫ লক্ষ টাকা ব্যায়ে এইচবিবি কাজটি উপজেলা প্রকৌশলীর যোগসাজোশে সংশ্লীষ্ট ঠিকাদার নিন্মমানের ইট ব্যবহার বালিতে রোলার না করায় জনগন কাজ বন্ধ করে দেয়। ২০২০-২১ অর্থ বছরে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ডিআরএমইপি প্রকল্পের অর্থে এলজিইডির মাধ্যমে কাছিঘাটা বাজার থেকে মহান্দী মহান্দি বাজার ভায়া খলিলনগর উপজেলার রোডটি সংস্কারের জন্য ৩ কোটি ১২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়।
ঠিকাদার ৩০% কাজ সম্পাদন না করলেও উক্ত উপজেলা প্রকৌশলী ৪৫ % কাজের অগ্রগতি দেখিয়ে বিল পরিশোধ করে। গত ৬-১২-২০০২১ ইং মধ্যে কাজটি সম্পন্ন করার নির্দেশনা থাকলেও বর্তমানে কাজটি বন্ধ আছে। ২০২২-২৩ অর্থবছরে এলজিডির কেবিএস প্রকল্পের আওতায় নলতা আর এন্ড এইচ হতে খলিলনগর ইউনিয়ন পরিষদের অভিমুখে রাস্তা কার্পেটিং দ্বারা উন্নয়নের জন্য ৭৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। ভুল আইডিতে প্রকল্প প্রস্তুত করে এবং ঠিকাদারকে লেআউট দিয়ে ভুল আইডির রাস্তা (দক্ষিন নলতা গাজী পাড়া আজমির আমিনের দোকানের সামনে থেকে করিম মেম্বার বাড়ি অভিমুখে) ৭০০ মিটার রাস্তা ১০ ফুট প্রস্থ ও চার ফুট গভীর করে বেড কাটে। পরবর্তীতে জানা যায় উক্ত রাস্তায় কোন বরাদ্দ হয়নি।
২০২১-২২ অর্থ বছরে উপজেলা পরিষদ হতে এডিপির আওতায় বরাদ্দকৃত তিনটি পাইলিং এর কাজ না করলেও উপজেলা প্রকৌশলী ঠিকাদারকে বিল পরিশোধ করেছে। পিপিআর নির্দেশনা অমান্য করে ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে প্রায় তিন কোটি টাকার প্রকল্পের আরএফকিউ করে তার সিন্ডকেটের ঠিকাদারদের মধ্যে বন্টন করে। যার অনেক কাজ সম্পাদিত হয়নি।
তালা উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) প্রকল্পের কাজে দুর্নীতি বিরুদ্ধে নাগরিক কমিটির ব্যানারে মানববন্ধন করার জন্য প্র¯ুÍতি নিয়ে ছিলাম। এসময় উপজেলা প্রশাসন থেকে বাধা দেওয়া হয়। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা আমাদের আশ্বস্ত করেন যে আগামীতে কাজের মান ভালো হবে।
খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু বলেন, এলজিইডি তত্ত¡াবধানে বিভিন্ন প্রকল্পের কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতির থাকায় গত ৫ সেপ্টেম্বর স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিব বরাবর অভিযোগ করেছেন। তিনি বলেন, তালায় টেন্ডার হওয়া কাজগুলো যথাসময়ে বাস্তবায়ন হলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হতো।
এবিষয়ে তালা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) রথীন্দ্র নাথ হালদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন।