পাইকগাছা প্রতিনিধি : “সেরা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” প্রতিপালকের আলোকে তিনদিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়নমেলা – ২০২৩ উদযাপন উপলক্ষ্যে পাইকগাছায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে দিবসটির উদযাপন উপলক্ষ্যে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা)’র সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি মোঃ রফিকুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ কালাম আজাদ। সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম এর সঞ্চালনায় বক্তৃতা করেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, বীরমুক্তিযোদ্ধা রনজিৎ সরকার, জামির হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান খান, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, আঃ মান্নান গাজী, কেএম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, শাহাজাদা ইলিয়াস, প্যানেল চেয়ারম্যান শংকর বিশ্বাস ও পুলকেশ রায়।
এসময়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, পিআইও ইমরুল কায়েস, প্যানেল মেয়র এস এম তৈয়বুর রহমান ও কবিতা রাণী দাশ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বাবলুর রহমান, অব. প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, যুবলীগের আজিজুল হাকিম, আকরামুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।