মনিরামপুর (যশোর) প্রতিনিধি : পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, কৃষকদের ভাগ্য উন্নয়নে বর্তমান সরকার নিরালস ভাবে কাজ করে যাচ্ছে। সরকারের সহযোগিতার পাশাপাশি কৃষকদের সমবায়ের মাধ্যমে দেশ উন্নত করতে হবে। আর দেশ উন্নয়ন হলে জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে।
প্রতিমন্ত্রী শনিবার বিকালে মণিরামপুর উপজেলার পাঁচাকড়িতে ভিলেজ সুপার মার্কেটে সফল নিরাপদ কৃষিপণ্য উৎপাদন প্রক্রিয়াজাত করন ও বিপনন সমবয় সমিতি লিঃ বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি দিপঙ্কর বসু।
বন্ধনা রায় ও সুজিত কুমার মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ইন্দু ভুষন রায়, জাগরনী চক্র ফাউন্ডেশনের ডিরেক্টর প্রোগ্রাম কাজী মাজেদ নেওয়াজ, সাবেক অতিরিক্ত সচিব রবিন্দ্রনাথ বর্মন, সমবায় অধিদপ্তরের বিভাগীয় যুগ্ন নিবন্ধক মোঃ মিজানুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুম আমিন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল।