নিজস্ব প্রতিনিধি : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম (১৬ সেপ্টেম্বর) সাতক্ষীরার শহর ও আশাশুনির বুধহাটা বাজারে বিভিন্ন ঔষধ ও কাঁচা বাজারে তদারকি। জেলা ক্যাব সদস্য সাকিবুর রহমান বাবলা ও জেলা পুলিশ ফোর্সেস এর সহায়তায় এ তদারকি কার্যক্রম পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান।
তদারকি সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে প্রশাসনিক ব্যবস্থার পলাশপোল কেয়া মেডিসিন সেন্টারে ১ হাজার ও বুধহাটা বাজারে জনসেবা ফার্মেসীতে ২ হাজার টাকা মিলে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। দুটি প্রতিষ্ঠানে বিক্রয়ের উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ ঔষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখায় এই জরিমানা করা হয়েছে। এছাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পরামর্শ ও লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।