সকাল রিপোর্ট : সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, কোন বাঁধাই দৈনিক সাতক্ষীরার সকালের অগ্রযাত্রাকে রোধ করতে পারবে না। অন্যায়, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গি, মাদক ও নিপীড়নের বিরুদ্ধে দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার প্রতিটি শব্দ যেনো একেকটি মর্টার শেল। দৈনিক সাতক্ষীরার সকাল কোন অপশক্তির কাছে কখনো মাথা নত করবে না।
সাতক্ষীরার সকাল নিপীড়িত বঞ্চিত মানুষের কথা বলে। দৈনিক সাতক্ষীরার সকাল বাংলা ও বাঙালির সারথি। সৎ সাংবাদিকতার আদর্শ বাতিঘর। নির্ভীক সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক সাতক্ষীরার সবার কথা বলবে। দেশের অগ্রযাত্রায় গণমাধ্যমের ভ‚মিকা অপরিসীম। সংবাদপত্র গণতন্ত্রের রক্ষা কবজ। সাতক্ষীরার সকাল সাতক্ষীরার স্থানীয় সংবাদ তুলে ধরবে। সাতক্ষীরার উন্নয়নে এ জেলার সমস্যা, সম্ভাবনাকে তুলে ধরে সরকারের পক্ষে জনমত গড়ে তুলবে। সাতক্ষীরার কৃষি, শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য, পর্যটন, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দৈনিক সাতক্ষীরার সকাল তুলে ধরছে নানা বস্তুনিষ্ঠ সংবাদ।
তিনি আরও বলেন, ভয়ভীতির উর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এ জেলার উন্নয়ন-অগ্রগতিতে দৈনিক সাতক্ষীরার সকাল এগিয়ে যাক অপ্রতিরোধ্য গতিতে-এ প্রত্যাশা চিরদিনের। এমপি মীর মোস্তাক আহমেদ রবি রবিবার দৈনিক সাতক্ষীরার সকালের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এর আগে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি দৈনিক সাতক্ষীরার সকাল অফিসে পৌছালে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন দৈনিক সাতক্ষীরার সকালের সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খান। সাতক্ষীরার সকাল পরিবারের পক্ষ থেকে এসময় এমপি রবিকে ক্রেস্ট দিয়ে স্বাগত জানানো হয়। রবিবার ভাদ্রের এ বৈকালিক আয়োজনে সভাপতিত্ব করেন দৈনিক সাতক্ষীরার সকালের সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সাতক্ষীরার সকালের নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, সহ সম্পাদক অহিদুজ্জামান খান, আশিকুজ্জামান খান, সাংবাদিক এসএম শহীদুল ইসলাম, সাহিত্য সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, নবজীবন উন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, নবারুন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক আব্দুল মালেক গাজী, পৌর আওয়ামী লীগ নেতা জিয়াউল বীন সেলিম জাদু, মাহফুজুর রহমান জন, সাংবাদিক আজগার আলী। এছাড়া উপস্থিত ছিলেন তসনিমুর রহমান, রেজাউল ইসলাম, আমির হোসেন খান খোকন, মল্লিক নাহিদ হাসান প্রমুখ।