মঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

প্রতিবন্ধীরা এদেশের সুবর্ণ নাগরিক, প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার জেলা কার্যালয়ের উদ্বোধন

প্রতিবেদক
satkhirar sakal
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ১২:১০ পূর্বাহ্ণ

আতিকুজ্জামান সাহেদ : প্রতিবন্ধী শিশুদের প্রতি অনুগ্রহ কিংবা করুণা নয়, তাদের জন্য প্রয়োজন আন্তরিকতা ও সঠিক পরিচর্যা। কারণ তাদের মাঝেও লুকিয়ে আছে অপার সম্ভাবনা। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সহযোগিতা পেলে তারাও দেশের সম্পদ হয়ে উঠতে পারে। প্রতিবন্ধীদের মধ্যে রয়েছে সুপ্ত প্রতিভা। একটু সহযোগিতা পেলেই সেই প্রতিভা বিকশিত হতে পারে। তারাও দেশের জন্য বয়ে আনতে পারে গৌরবময় সাফল্য।

সাতক্ষীরা শহরের ইটাগাছায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, জেলা কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ‘সে জীবন রেখে কোন লাভ নাই, যে জীবন নি:শ্বাসের সাথে হারিয়ে যায়, এমন কিছু করতে চাই, মরেও অন্যের মাঝে নিজেকে খুঁজে পাই।’ এমনই প্রত্যয়দীপ্ত ¯েøাগানে সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার প্রতিবন্ধীদের কল্যাণে এবং আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে। অতীতে কোন সরকার এভাবে প্রতিবন্ধীদের জন্য উল্লেখ করার মতো কাজ করেনি।

সরকার প্রতিভার পতন রোধে ব্যাপক কাজ করছে। বরেণ্য ব্যবসায়ী ও সমাজসেবক ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, পৌর সভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, সমাজ সেবক ও ব্যবসায়ী মো. আইয়ুব হোসেন, দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম, দৈনিক সাতক্ষীরার সকালের নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, শেখ কামরুজ্জামান, তানজিলা বেগম প্রমুখ। এসময় শতাধিক প্রতিবন্ধী ব্যক্তি উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিগণ কেক কেটে সকলকে শুভ কামনা জানিয়ে প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, জেলা কার্যালয়ের উদ্বোধন করেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত