নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় খান মার্কেটে খান মার্কেট শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন কমিটি -২০২৩ এর আয়োজনে পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী দিবস কর্মকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শ্রী গৌউর চন্দ্র দত্ত, সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী বিশ্বনাথ ঘোষ, বাংলাদেশ হিন্দু বৈদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক শ্রী নিত্যানন্দ আমিন, বাংলাদেশ হিন্দু বৈদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক শ্রী অমিত ঘোষ বাপ্পা, সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী শ্রীদাম দে ও সাধারণ সম্পাদক শ্রী সুমন কুমার বিশ^াস প্রমুখ। এসময় মার্কেট শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা-২০২৩ পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অরুণ দত্ত বাবু।