আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলা কৃষি অফিসে উপ-সহকারী কৃষি অফিসার অরবিন্দু কুমার মন্ডলকে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান তরা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলামের সভাপতিত্বে সভায় বিদায়ী উপ সহকারী কৃষি অফিসার অরবিন্দু কুমার মন্ডল, এসএপিপি বিল্লাল হোসেনসহ উপ সহকারী কৃষি কর্মকর্দাবৃন্দ আলোচসা রাখেন। অবসরপ্রাপ্ত বিদায়ী উপ মহকারী কৃষি কর্মকর্তা সুদীর্ঘ কর্মজীবনে সফলতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে এসেছেন। সবশেষে বিদায়ী অতিথিকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।