কালিগঞ্জ প্রতিনিধি : দৈনিক সাতক্ষীরা সকাল পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি ফজলুল হকের ফুফু কদবানু খাতুন (৪৩) আর নেই। মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর সকাল আনুমানিক ০৯ টার সময় হার্ট অ্যাটাক জনিত কারণে সবাইকে কাঁদিয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমা কদবানু খাতুন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের মোমিন আলী গাজীর মেজ মেয়ে ও একই এলাকার মোঃ অজিয়ার রহমানের স্ত্রী। তিনি মৃত্যুকালে স্বামী ও ২জন শিশু সন্তান স্বজন সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার জোহরের নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাহার আকস্মিক অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।