বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে উপজেলায় বাজার মনিটরিং করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ আজাহার আলী। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলার সর্ববৃহৎ কুশুলিয়া হাটে তিনি বাজার মনিটরিং করেন।
এ সময়ে তিনি নিত্য প্রয়োজনীয় মালামালের মূল্য তালিকা আছে কিনা, সরকার নির্ধারিত তালিকার সাথে মিল আছে কিনা এবং মেয়াদোত্তীর্ন মালামাল বিক্রি করছে কিনা এসব বিষয়ে যথাযথ তদারকি করেন এবং জনসচেতনতায় উদ্বুদ্ধ করেণ। এছাড়া নির্বিঘেœ হাট বাজারে ক্রেতা বিক্রেতারা কেনাবেঁচা করতে পারছেন কিনা তার খোঁজখবর নেন।