নিজস্ব প্রতিনিধি : টানা তৃতীয় বারের মত খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এসপি হলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে খুলনা রেঞ্জ অফিসের সভাকক্ষে রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম-বার, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আগষ্ট মাসের ক্রাইম কনফারেন্সে সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম কে রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
এর আগে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম জুন ও জুলাই মাসেও খুলনা রেঞ্জের শ্রেষ্ঠের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে পুরস্কার পেয়েছিলেন। আগস্ট মাসেও পুরস্কার পেয়ে তিনি খুলনা রেঞ্জে টানা তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন। সভায় আগষ্ট মাসে অপরাধ দমন ও সঠিক সময়ের ভিতরে সুচারু তদন্ত কাজ সম্পন্ন করে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল হিসাবে পুরস্কার পেয়েছেন সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান।
রেকর্ডব্রেক পরিমান মাদক উদ্ধার ও ৫৭ টি সাজা প্রাপ্ত আসামী আটক করে সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: মহিদুল ইসলাম খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসাবে পুরস্কার পেয়েছেন। সভায় রেঞ্জ ডিআইজি সাতক্ষীরা থানার ওসি মহিদুল ইসলামের হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার তুলে দেন। এছাড়া খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসাবে পুরস্কার পেয়েছেন সাতক্ষীরা থানার এসআই হাফিজ। এ
সআই হাফিজুর রহমান আগষ্ট মাসে সাতক্ষীরা থানা এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি ৫০০ গ্রাম ভারতীয় রুপা উদ্ধার করেছে, ৫৫ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক করেছেন, ১১০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক করেছেন, ১৫ বোতল বিদেশী মদ উদ্ধার, জিআর মামলার ৬ জন আসামী, সিআর মামলার ৪ জন আসামী ও ১৩ জন সাজা প্রাপ্ত আসামীকে আটক করেছেন তিনি।
এছাড়াও এসআই হাফিজ ২ জন ভিক্টিম উদ্ধার করেছেন ও ১৫ টি রিকল নিষ্পত্তি করে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হয়েছেন। এছাড়া শ্রেষ্ঠ এএসআই হিসাবে সাতক্ষীরা থানার এএসআই শাহানুর রহমান খুলনাা রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই হিসাবে পুরস্কার পেয়েছেন। এএসআই শাহানুর ছুটিতে থাকায় তার পক্ষে সাতক্ষীরা থানার ওসি মহিদুল ইসলাম রেঞ্জ ডিআইজির নিটক থেকে পুরস্কার গ্রহণ করেন। অপরাধ পর্যালোচনা সভায় খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (অপারেশন) হাসানুজ্জামান, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড ম্যানেজমেন্ট) জয়দেব চৌধুরী, খুলনা রেঞ্জ অফিসের পুলিশ সুপারগণ, খুলনা রেঞ্জের দশ টি জেলার পুলিশ সুপার গণ সহ রেঞ্জ অফিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।