রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মনিরামপুর উপজেলার হাজরাকাটি গ্রামে জমি নিয়ে বিরোধ সংক্রান্ত বিষয়ে জমির সঠিক ভাগ, সঠিক বিচার এবং জীবনের নিরাপত্তা চেয়ে রাজগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী হাজরাকাটি গ্রামের আলি বক্স সরদারের ছেলে নূর মোহাম্মদ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে রাজগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মোঃ নূর মোহাম্মাদ (৪০) জানান- উপজেলার হাজরাকাটি মৌজার ২২৮ নং আরএস খতিয়ানের ৫০৮ দাগের রাস্তার পাশের ৭ শতক জমি নিয়ে আমার বড় ভাই আব্দুল কুদ্দুস সরদার ও মেঝ ভাই নূর ইসলাম সরদারদের সাথে বিরোধ চলে আসছে। আমার অভিযোগ হলো- তারা এই জমির সামনের অংশ নিয়ে পিছনের অংশ আমার দেচ্ছে। পিছনের অংশে যাতায়াতের কোনো রাস্তাও দেচ্ছে না।
যা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। এই নিয়ে আমি বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত যশোরে মামলা করেছি। মামলাটি চলমান রয়েছে। এখন তারা (আমার বড় ও মেঝ ভাই), আমার এবং আমার পরিবারের লোকজনদের ওই জমি থেকে সরে যেতে বলছে এবং বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিচ্ছে। তারা সন্ত্রাসী লোকজন দিয়ে আমাকে হুমকি-ধামকি দেচ্ছে এবং ওই জমির উপর যেতে বাধা সৃষ্টি করছে এবং তারা ওই জমি দখল করে নেবে, এমন কথা, বিভিন্ন সময় বলেও বেড়াচ্ছে। অভিযুক্তরা আরও বলছেন- কেউ যদি জমি দখলে বাধা দিতে আসে, তখন তাকে জীবনে খুন করে লাশ গুম করে ফেলবো।
অভিযুক্তরা আমাকে যেকোনো সময় মারপিটসহ ক্ষতি করতে পারে। বর্তমানে ওই জমি নিয়ে উভয় পরিবারের মধ্যে টান টান উত্তেজনা চলছে। যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনাসহ খুন জখমের সম্ভাবনা রয়েছে। এজন্য আমি বিজ্ঞ আদালতে শরনাপন্ন হয়েছি। আমি একজন কৃষক মানুষ। কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করি। আমি এবং আমার পরিবার বর্তমানে অভিযুক্তদের ভয়ে আছি। তারা আমাকে এবং আমার পরিবারের সদস্যদের ক্ষতি করতে পারে। বর্তমানে আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মোঃ তবিবুর রহমানের ছেলে মোঃ সজল হোসেন, দেলওয়ার হোসেনের ছেলে মোঃ আকাশ হোসেন, আহম্মদ সরদারের স্ত্রী মোছাঃ নাদিরা বেগম।