এ. মাজেদ : সাতক্ষীরা সদর উপজেলায় ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলে ২০ শে সেপ্টেম্বর বুধবার বিকাল ৪ টায় স্কুলের হলরুমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষার গুনগত মান উন্নয়নের জন্য প্রধান শিক্ষক মো. লিয়াকত আলীর আহŸানে অভিভাবকদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতি হিসাবে আলোচনান্তে শিক্ষার গুনগত মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে বিশাদ আলোচনা করেন প্রধান শিক্ষক মো. লিয়াকত আলী। প্রধান শিক্ষক শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে আগমন এবং বাড়িতে সকাল সন্ধ্যায় পড়ালেখার প্রতি বিশেষ ভাবে নজরদারি বাড়ানোর জন্য অভিভাবকদের অনুরোধ করেন।
সহকারী প্রধান শিক্ষক মো. আল কালাম আবু অহিদ (বাবলু) আলোচনান্তে পড়ালেখার মান উন্নয়ন ও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে আসার শর্তে অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের বিনা বেতনে কোচিং করানোর আশ্বাস ব্যক্ত করেন।
এছাড়াও সহকারী শিক্ষক কৃষ্ণকান্ত রায় ও বাদশা সাইফুল্লাহ অভিভাবকদের সাথে মতবিনিময় করেন। অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন স্কুলের বিদ্যোসাহী সদস্য মো. জহরুল হক, সহকারী শিক্ষক আব্দুল হান্নান, দেবপ্রসাদ সরকার, পবিত্র রায়, মাহবুবুর রহমান, আমীর আলী, আল মামুন সুলতান, শামীমারা পারভীন, সেলিনা খাতুন, শাহিনা খাতুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক মো. আল কালাম আবু অহিদ (বাবলু)।