কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে স্বাস্থ্য পুষ্টি ও স্বাস্থ্যবিধি পরিষেবার মান উন্নয়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২০সেপ্টেম্বর কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও নবযাত্রা-প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় অফিসার্স ক্লাবের হল রুমে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ও মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বুলবুল কবির, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, চাপাফুল ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক, ভাড়া শিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান (নাঈম), মৌতলা ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল এছাড়াও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যান, সচিব ও ইউনিয়ন শিক্ষা স্বাস্থ্য বিষয়ক কমিটির চেয়ারম্যান এবং সাংবাদিক প্রমূখ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সৈয়দ নুর আলম সিদ্দিকী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা মোঃ মোক্তার হোসেন। সভায় স্বাস্থ্য পুষ্টি ও স্বাস্থ্য বিধি পরিষেবার মান উন্নয়নে করণীয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সভাপতি তাদের বক্তব্যে বলেন উপজেলায় স্বাস্থ্য সেবার মত গুরুত্বপূর্ণ এই সেক্টরে নবযাত্রা প্রকল্পের অবদানের কথা স্মরণ করেন এবং প্রকল্পের কর্মরত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।