নিজস্ব প্রতিনিধি : টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের সাফল্য ও অর্জন এবং ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা তৃর্ণমূল জনগণের কাছে পৌঁছে দিতে গণসংযোগ করেছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা পৌরসভার খেয়াঘাট এলাকায় এ গণসংযোগ করেন তিনি।
এসময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ জনগণকে বর্তমান জনকল্যাণমুখী সরকারের বিভিন্ন উন্নয়ন বার্তা পৌছে দেন তিনি। এসময় স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।