শামীম রেজা : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের বালিথা গ্রামের শহর আলীর পুত্র মোঃ শহিদুল ইসলাম (৫৫)সর্দি জ্বরে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার সময় মৃত্যুবরন করেছে। তিনি ঐ গ্রামের সাংবাদিক ও ইউপি সদস্য মোঃ আরশাদ আলীর চাচাতো ভাই। জানা গেছে, তিনি গত ৩ দিন ধরে সর্দি জ্বরে আক্রান্ত ছিলেন।
বৃহস্পতিবার বিকালে হঠাৎ তার অবস্থার অবনতি হলে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি কালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ইশার নামাজের পর তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার আকর্ষিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে। অনেকেই ডেঙ্গু জ্বরের আশংকা করলেও ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।