বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : আলুর দাম বাজার নিয়ন্ত্রণ রাখতে মৌতলা পাইকারি কাঁচা বাজার মনিটরিং করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো: আজহার আলী। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলাা মৌতলা পাইকারি কাঁচা বাজারে আলুর দাম সরকার নির্ধারিত সঠিক নিয়মে বিক্রিয় হচ্ছে কিনা মৌতলা বাজার ব্যবসায়ীদের সাথে আলোচনা করেন।
মৌতলা আড়তে ৩০ টাকা কেজি দরে বড় আলু বিক্রি হচ্ছে। ৭০ মন আলু আছে। যাদের প্রয়োজন, তারা কিনতে পারেন। ব্যবসায়ীদের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) আজহার আলী। খোঁজ নিয়ে জানা গেছে এদিকে গত কয়েক দিনে উপজেলার বিভিন্ন বাজার গুলিতে ৪০/ ৪৫ টাকা দরে আলু বিক্রি হতে দেখা গেছে।
এক শ্রেণীর মুনাফা লোভী ব্যবসায়ীরা আলুর দাম হঠাৎ বাড়তি দামে বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) বাজার নিয়ন্ত্রণ রাখতে কালিগঞ্জের মৌতলা বাজার, কুশুলিয়া বাজার, সহ বিভিন্ন বাজার এলাকায় মনিটরিং শুরু করলে ন্যায্য দামে আলু বিক্রি হচ্ছে বলে জানা গেছে। তবে ভুক্তভোগী মহল সাধারন মানুষ বাজার নিয়ন্ত্রণে মনিটরিং ব্যবস্থা আরো জোরদার অব্যাহত রাখার আহŸান জানিয়েছে।