জি এম আমিনুর রহমান, শ্যামনগর : পশ্চিম সুন্দরবনের অভয়ারণ্যে প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে সাত জেলেকে আটক করেছে বনবিভাগ। এসময় আটক জেলেদের দুটিসহ মোট পাঁচটি নৌকা জব্দ করা হয়। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে সুন্দরবনের দোবেঁকী এলাকার মালঞ্চ নদী থেকে তাদের আটক করা হয়।
আটক জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মুনসুর মিস্ত্রির ছেলে লুৎফর রহমান মিস্ত্রি (৫৫), তার ছেলে মনিরুজ্জামান বাবু (৩০), মৃত গরহর আলী মিস্ত্রির ছেলে মনিরুল ইসলাম মিস্ত্রি (৪০), দাউদ আলী গাজীর ছেলে আজিজুল ইসলাম (৫৫) ও ফজলুল গাজী (৪৫), মোহাম্মদ আলীর ছেলে আলমগীর গোসেন (৩২) ও শের আলী গাজীর ছেলে নজরুল ইসলাম গাজী (৩২)।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন অফিসার মোঃ হাবিবুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে অভয়ারণ্যে মাছ শিকারের সময় দু’টি নৌকাসহ সাত জেলেকে হাতেনাতে আটক করা হয়েছে। তবে, এসময় বাকি তিনটি নৌকা ফেলে জেলেরা বনের মধ্যে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। আটক জেলেদের নিয়ে লোকালয়ে পৌঁছানোর পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।