তালা প্রতিনিধি : বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে তালা শিল্পকলা একাডেমি হল রুমে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসার প্রধানদের সাথে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা প্রশাসনের আয়োজিত সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাসের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাপড়ী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মকবুল হোসেন, তালা শহীদ আলী আহমদ সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার, বিদে সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কুমার হালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ সজীবুদ্দৌলা প্রমুখ।