দেবহাটা ব্যুরো : দেবহাটায় সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান সুশীলনের পরিচালক মোস্তফা নুরুজ্জামান এর ৫৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় দেবহাটা বনবিবির বটতলায় কেক কাটার মধ্যে দিয়ে এ অনুষ্ঠান হয়। আজিজপুর উন্নয়ন গ্রাম উন্নয়ন কমিটি ও দেবহাটা গ্রাম উন্নয়ন কমিটির আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশীলনের সহকারী পরিচালক জিএম মনিরুজ্জামান মনির।
সভাপতিত্ব করেন দেবহাটা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি উত্তম কুমার রায়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার টিপু সুলতান। আরো উপস্থিত ছিলেন, মামুন হোসেন সিডিও মিজানুর রহমান, সিডিও নীলকান্ত মন্ডল, সিডিও মোমেনা খাতুন। শুভেচ্ছা বক্তব্য রাখেন আজিজপুর গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ শাহ আলম। প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন আবু সাঈদ, জাহাঙ্গীর, খোকন, অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন ফিরোজ শাহ আলম।