নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ মোসফিকুর রহমান মিলটনের জন্মদিন পালন করা হয়েছে। শুক্রবার রাত ৯টায় শহরের নিউ মার্কেট সংলগ্ন সুর সংগীত একাডেমিতে কেক কেটে শেখ মোসফিকুর রহমান মিলটনের ৪৯ তম শুভ জন্মদিন পালন করা হয়।
লিনেট ফাইন আর্টস, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বর্ণমালা একাডেমি, উদীচী শিল্পীগোষ্ঠী, আজমল স্মৃতি সংসদ, বিশ্বভরা প্রাণ, ফানুস নাট্যদল, সাত সুরে আমরা, শিল্পায়ন সংগীত একাডেমি, নোঙ্গর মিউজিকাল একাডেমি, সুর সংগীত একাডেমি, শিল্পীচক্র, আরাধনা একাডেমি, সুলতানপুর সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠী, নজরুল একাডেমি, দীপালোক একাডেমি, ঈক্ষণ সাংস্কৃতিক সংসদ, জাগ্রত সাতক্ষীরা, জেলা সাংস্কৃতিক পরিষদ, জেলা শিল্পকলা একাডেমি, বাংলাদেশ গণ সংগীত সমন্বয় পরিষদ, নজরুল একাডেমি, সব্যসাচী আবৃত্তি সংসদ সহ বিভিন্ন সংগঠনের যৌথ আয়োজনে শুক্রবার রাত ৯টায় শেখ মোসফিকুর রহমান মিলটনের জন্মদিন পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বরেণ্য কণ্ঠশিল্পী আবু আফফ্ান রোজবাবু, উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, কণ্ঠশিল্পী চৈতালী মূখার্জী, কামরুল ইসলাম, মীর তাজুল ইসলাম রিপন, আসাদুজ্জামান আসাদ, সবুজ, তৌফিক, দেব মাল্য, কর্ণ বিশ্বাস কেডি, সোহাগ প্রমুখ।
জন্মদিন উপলক্ষে শেখ মোসফিকুর রহমান মিলটন কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এসময় সাতক্ষীরার বিভিন্ন পর্যায়ের শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা মোসফিকুর রহমান মিলটনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।