কালিগঞ্জ ব্যুরো : সাতক্ষীরা কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধকটি যুব জাগরণ সংঘের আয়োজনে শেখ রিয়াজ উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পিডিকে মিতালী সংঘ ফুটবল একাদশ বনাম কালিগঞ্জ উপজেলা ফুটবল একাদশের মধ্যকার খেলায় ৩-০ গোলে পিডিকে মিতালী সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বন্ধকটি বাগের মাঠে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা আ’ লীগের সভাপতি নরিম আলী মুন্সী, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবীর, ইউনিয়ন আ’লীগের সভাপতি নুরুল হক সরদার, সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার পাল প্রমুখ। খেলাটিতে হাজার হাজার দর্শকের সমাগম হয়।