নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পুলিশ লাইন্সে ইনডোর প্লে-গ্রাউন্ড উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান, এমপি। ২৩ সেপ্টেম্বর শনিবার জেলা পুলিশ সাতক্ষীরার ইনডোর প্লে-গ্রাউন্ড উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে করেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান, এমপি।
মন্ত্রী হেলিকপ্টারযোগে সাতক্ষীরা জেলায় আগমন করেন। হেলিকপ্টার যোগে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম(বার),পিপিএম এবং সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম। তারপর মন্ত্রী কে হেলিপ্যাড থেকে বর্ণাঢ্য মটর শোভাযাত্রা সহকারে সাতক্ষীরা পুলিশ লাইন্সে নিয়ে আসলে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। তিনি সুইচ টিপে এবং ফিতা কেটে পুলিশ লাইন্স, সাতক্ষীরার ইনডোর প্লে-গ্রাউন্ডের শুভ উদ্বোধন করেন এবং সেখানে একটি বৃক্ষরোপণ করেন। পরে তিনি পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, পিপিএম। মতবিনিময় শেষে তিনি জেলা পুলিশ সাতক্ষীরা কর্তৃক আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড: মোস্তফা ল্ৎুফুল্লাহ, খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম(বার), পিপিএম, কেএমপি কমিশনার মো: মোজাম্মেল হক, বিপিএম (বার)পিপিএম, খুলনা, বিজিবি খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ, ডিজিএফআই খুলনা ডেট কমান্ডার কর্ণেল সৈয়দ আসাদুজ্জামান, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির সহ উর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ।