নিজস্ব প্রতিনিধি : আগামী ৩০ সেপ্টেম্বর জেলা শ্রমিকলীগ নবনির্বাচিত আহবায়ক কমিটির বর্ধিত সভা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা বাসটার্মিনাল সংলগ্ন জেলা শ্রমিক লীগের কার্যালয়ে জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো. ছাইফুল করিম সাবু’র সভাপতিত্বে জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক, বিকাশ চন্দ্র দাশ, সাহাঙ্গীর হোসেন শাহীন প্রমুখ।
প্রস্তুতি সভায় আগামী ৩০ শে সেপ্টেম্বর বর্ধিত সভা এবং সম্মেলন প্রস্তুতি কমিটির বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহŸায়ক কাজী শরিফুল ইসলাম, ফজর আলী সবুজ, সদস্য আজিজুর রহমান আলিম, কবিরুল ইসলাম, শেখ আজাদ আলী, মনজুরুল, ইসলাম মিঠু, শহিদুল ইসলাম বাবু, গোলাম মোস্তফা, জহর আলী, রমজান আলী, আলমগীর হোসেন, মোকছুর আলী, সাইফুল ইসলাম, জাহিদুর রহমান খান, মাসুম বিল্লাহ, মিলন হোসেন, কালাম, আজহারুল, ফিরোজ হোসেন, মিজানুর রহমান, বাবলু প্রমুখ। পরে জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ। সাতক্ষীরা খুলনা রোড মোড়স্থ বঙ্গবন্ধু মুরালে ¯েøাগানে ¯েøাগানে মুখরিত কন্ঠে পুস্পস্তবক অর্পণ করেন।