এ. মাজেদ : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ফিংড়ী বাজারের মহুমা জুয়েলার্সের স্বাতাধিকারী দক্ষিণ ফিংড়ী গ্রামের গদো সিংহের পুত্র মৃণাল সিংহ দীর্ঘদিন ধরে জুয়েলারি ব্যবসার অন্তরালে সুকৌশলে সম্পূর্ণ অবৈধ ভাবে দীর্ঘ দিন ধরে সরকারি ট্যাক্স ফাকি দিয়ে লাখ লাখ টাকার সুদের ব্যবসা চালিয়ে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর রবিবার রাত আনুমানিক ১০টার সময় এস আই মোস্তাক সঙ্গীয় ফোর্স নিয়ে তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান মহুমা জুয়েলার্সে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ অর্ধশতাধিক সাদা ষ্ট্যাম্প, বিলংচেক, মোটর সাইকেলের চাবি ও কাগজ পত্র এবং নগদ ১ লাখ ১৪ হাজার ৬৫০ টাকাসহ বিপুল পরিমাণ স্বর্ণলংকার জব্দ করেছে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান। তার চক্রবৃদ্ধি হারে চড়া সুদের জালে জড়িয়ে শত-শত মানুষ সর্বশান্ত হয়ে পড়েছে। পুলিশ সুদে কারবারি মৃনালকে আটক করায় ভুক্তভোগিরা এলাকায় মিষ্টি বিতরণ করেছেন বলে জানা গেছে।