আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বাজারের পানি নিস্কাসন ব্যবস্থা জোরদার করতর ড্রেন নির্মান করা হচ্ছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন, বড়দল ইউপি চেয়ারম্যান ও বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি জগদীশ চন্দ্র সানা।
এলজিইডির তত্ত¡াবধানে বাজারের পূর্ব মাথায় কামাল সরদারে দোকানের সামনে থেকে ৭০৫ ফুট দীর্ঘ ড্রেন নির্মাণ করা হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস রফিকুল এন্টারপ্রাইজ কাজটি পেয়েছেন। চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা বলেন, ইউনিয়নের সকল হাট বাজারের উন্সয়ন, ব্যবাসায়ী ও ক্রেতাসাধারনের ভোগান্তি লাঘব, আইন শৃংখলার উন্নয়নসহ সার্বিক সমস্যা সমাধানের মাধ্যমে ইউনিয়নকে গতিশীল ও সমৃদ্ধ করতে চেষ্টা করা হবে।
আমি আমার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে স্বচেষ্ট আছি। আপনাদের সহযোগিতা পেলে সকল ওয়াদা পুরনে কার্যকরভাবে দায়িত্ব পালন করবো। ব্যক্তি স্বার্থ নয়, জনস্বার্থে আমি ইউনিয়ন পরিচালনা করতে চাই। এসময় বাজার কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দীন ফকির, উপদেষ্টা মন্ডলির সদস্য ওসমান গাজী, সহ সভাপতি আব্দুল মজিদ সরদার, কমিটির অন্য সদস্য বৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।