শামীম রেজা : গোপন সংবাদের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর রবিবার ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এস আই হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘ দিন পলাতক আসামি সদর উপজেলার বৈচনা গ্রামের মৃত আব্দার আলীর পুত্র মোঃ ছলেমান মিস্ত্রি এবং সি আর ওয়ারেন্টমূলে সদরের কোমরপুর গ্রামের মঈনুদ্দিন বিশ্বাসের পুত্র জুম্মাত আলীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এস আই হাসান।