নিজস্ব প্রতিনিধি : ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডশন আন্ত: ক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাতক্ষীরা জেলা ইউনিটের সভাপতি প্রফেসর বাসু দেব বসুর সভাপতিত্বে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই সংবাদ সম্মেলন। লিখিত বক্তব্য পাঠ করেন প্রফেসর বাসু দেব বসু।
সংবাদ সম্মেলনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানুল্লাহ আল হাদী, কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ আনোয়ারুজ্জামান মুকুল, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, সংগঠনের জেলা ইউনিট সাধারণ সম্পাদক অলিউর রহমান, প্রফেসর মহাদেব চন্দ্র সিংহ, প্রফেসর বলাই চন্দ্র ঘোষ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল, প্রফেসর আবুল হাশেম, প্রফেসর আব্দুল মান্নান, সহযোগি সহযোগি অধ্যাপক শাহিনুর রহমান প্রমুখ।
সংবাদ সম্মেলনে ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের, ন্যায্য দাবি সমূহ আদায়ের নিমিত্তে সারা দেশ ব্যাপী একই দিনে একই সময়ে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আরও জানানো হয় শিক্ষার মত একটি গুরুত্বপূর্ণ সেক্টরে চতুর্থ গ্রেডের উপর কোন পদ নেই। অন্য ক্যাডার কর্মকর্তারা পঞ্চম গ্রেড হতে তৃতীয গ্রেডে পদোন্নতি পান। কিন্তু শিক্ষা ক্যাডারে সর্বচ্চ পদ অধ্যাপক পদটি চতুর্থ গ্রেড হওয়ায় শিক্ষা ক্যাডারের পঞ্চম গ্রেড হতে তৃতীয় গ্রেডে পদোন্নতি সুযোগ নেই।
চতুর্থ গ্রেডে আটকে থাকছেন। অধ্যাপক পদটি তৃতীয় গ্রেডে উন্নিত করা এবং আনুপাতিক হারে প্রথম ও দ্বিতীয় গ্রেডের পদ সৃষ্টি করা জরুরি হয়ে পড়েছে। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন প্রফেসর শফিকুর রহমান পরাগ। সংবাদ সম্মেলন ২ অক্টোবর দেশব্যাপী কর্মবিরতি ঘোষণা করেন। দাবি পূরণ না হলে ১০ অক্টোবর থেকে টানা তিনদিনের কর্মবিরতি ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।