নিজস্ব প্রতিনিধি : বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির সাথে জেলা শ্রমিকলীগ নবনির্বাচিত আহবায়ক কমিটির সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২৭ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় মুনজীতপুর সদর এমপির বাসভবন মীর মহলে জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো. ছাইফুল করিম সাবু ‘র সভাপতিত্বে জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ঐক্যের কোনো বিকল্প নেই। দ
লের স্বার্থে কারো সাথে কোন আপোষ নেই। আওয়ামী লীগকে শক্তিশালী করতে হলে সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সাধারণ কেটে খাওয়া শ্রমিকদের কথা মাথায় রেখে সকলের উন্নয়নে কাজ করতে হবে। এসময় তিনি জেলা শ্রমিক লীগের নবনির্বাচিত আহবায়ক কমিটিকে স্বাগত জানান। এসময় জেলা শ্রমিকলীগের নবনির্বাচিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ প্রধান অতিথি এমপি রবিকে ফুলের শুভেচ্ছা জানান এবং সাধারণ শ্রমিকদের দুঃখ-দোদ্ধাশার কথা তুলে ধরে শ্রমিক নেতৃবৃন্দ বলেন প্রতিনিয়ত শহরে এবং শহরের বাইরে কিছু দুষ্কৃতি কতিপয় সন্ত্রাসীদের হাতে শ্রমিক লীগের সাধারণ শ্রমিকরা লাঞ্ছিত নির্যাতিত হচ্ছে।
এসময় বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক,বিকাশ চন্দ্র দাশ, সাহাঙ্গীর হোসেন সাহীন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগ নবনির্বাচিত আহবায়ককমিটির যুগ্ম আহবায়ক কাজী শরিফুল ইসলাম, মোঃ ফরেজ আলী সাহাজী সবুজ, সদস্য রমজান আলী, জাহিদ খান, মাসুম বিল্লাহ, মিজানুর রহমান মিজান, আজিবুর রহমান আলীম, শেখ আজাদ আলী, আজহারুল ইসলাম সহ জেলা শ্রমিকলীগের নবনির্বাচিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।