বুধবার , ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনে চেয়ারম্যান বাবুর নেতৃত্বে শোডাউন

প্রতিবেদক
satkhirar sakal
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ১২:৫৯ পূর্বাহ্ণ

সকাল ডেস্ক : সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নিজের কর্মী ও সমর্থকদের নিয়ে বিশাল মিছিল ও মোটরসাইকেল শোডাউন নিয়ে সম্মেলন স্থলে উপস্থিত হয়ে কেন্দ্রীয় নেতাদের তাক লাগিয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, সদর উপজেলা চেয়ারম্যান ও আসন্ন সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।

গত সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে আসাদুজ্জামান বাবুর নেতৃত্বে সাতক্ষীরা গণমূখী সরকারি স্কুল মাঠ থেকে এক হাজারেরও অধিক মোটরসাইকেল এ শোডাউনে অংশ নেন। পরে বাংলাদেশ আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিমসহ কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দকে সাতক্ষীরা সার্কিট হাউজ থেকে রিসিভ করে পুনরায় শোডাউনটি সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থলে এসে শেষ হয়।

এসময় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবুর নেতৃত্বে ¯েøাগানে মুখরিত হয়ে ওঠে সম্মেলন স্থল। দৃষ্টি কাড়ে পৌরবাসীর।

এসময় আসাদুজ্জামান বাবুর নেতৃত্বে এ শোডাউনে অংশ নেন সাতক্ষীরা জেলা ও সদর উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, বিভিন্ন ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দসহ তৃণমূলের নেতাকর্মীরা।

প্রসঙ্গত: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর-২ আসন থেকে যে কোন প্রার্থী দলীয় মনোনয়নে আলোচনায় রয়েছেন, তাদের ভিতরে অন্যতম আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু। একদিকে যেমন জনবান্ধব নেতা হিসেবে তিনি পরিচিত ঠিক তেমনি তার রয়েছে বিশাল কর্মী সমর্থক ও নেতৃত্ব প্রদানের গুনাবলী। কেন্দ্রীয় আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে তৃণমুল পর্যায়ে রয়েছে তার ব্যাপক পরিচিতি।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত