জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে এবং অগ্রগতি সংস্থা ও সনাক-টিআইবি, সাতক্ষীরার সহযোগিতায় ২৭ সেপ্টেম্বর ২০২৩ বুধবার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। তিনি বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে। দেশ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি সরিফুল্লাহ কায়সার সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, কৃষি প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ হারুনুর রশিদ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুল হামিদ, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, সহকারী কমিশনার বাপ্পী দত্ত রনি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি)-র অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, অগ্রগতি সংস্থার পরিচালক মোঃ আব্দুস সবুর বিশ^াস, সনাক সাতক্ষীরার সভাপতি হেনরি সরদার, টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মনিরুল ইসলাম, চ্যানেল ২৪ এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি