তাপস সরকার, তালা : সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। অনুষ্ঠারে অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমিন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহমিনা খাতুন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মকবুল হোসেন প্রমূখ।