অহিদুজ্জামান, দেবহাটা ব্যুরো : সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আমিনুর রহমান ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদ এর সার্বিক তত্ত¡াবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ২৭/০৯/২০২৩ ইং তারিখ, এসআই (নিঃ) নূরনবী সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন খেজুরবাড়িয়া (দক্ষিনপাড়া) দক্ষিণা কার্নন পার্কের মধ্যে হতে ইং-২৭/০৯/২০২৩ তারিখ সকাল অনুমানিক ০৬.৪৫ মিনিটে অভিযান চালিয়ে খেজুরবাড়িয়া দক্ষিণ পাড়া মৃত লিটু মোল্যার ছেলে মাদক ব্যবসায়ী ১। নুরুজ্জামান(৩৫), অপর আসামী একই গ্রামের রফিকুল সরদারের ছেলে ২. রুহুল আমিন(২৫), কে ২২ (বাইশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ গ্রেফতার করেন। উক্ত ঘটনায় আসামীদ্বয়ের বিরুদ্ধে দেবহাটা থানার মামলা নং-০৬, তাং-২৭/০৯/২০২৩ খ্রিঃ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬ (১) এর ১৪ (খ)/৪১ রুজু করা হয়। আসামীদ্বয়কে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।