মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজে গাছের চারা প্রদান করেছেন শেখ এজাজ আহমেদ স্বপন, আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, সাতক্ষীরা জেলা, সদস্য, জাতীয় পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ। ২৭ সেপ্টম্বর ২০২৩ বুধবার শেখ কবির হোসেন প্রতিষ্ঠিত খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষক মিলিয়ে ৫(পাঁচ) শতাধিক গাছের চারা রোপণের জন্য প্রদান করা হয়েছে।
গাছ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ এজাজ আহমেদ স্বপন। এসময় উপস্থিত ছিলেন খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আকরামুজ্জামান, সহকারি শিক্ষক নজরুল ইসলাম, উত্তম কুমার, শিউলি আক্তার, প্রদীপ কুমার, মানস বিশ^াস, দিপা সিকদার, শেখ আশরাফ, নাজিম উদ্দিন, নুরুল ইসলাম, মাহমুদা রহমান, মলয় দাশ, নিপা রানী, রুমানা সুলতানা, শুভাশিস বেপারি, কুসুম মধু, আরিফুজ্জামান, অপু বিশ^াস ও প্রমূখ।
গাছ বিতরণ কালে খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আকরামুজ্জামান বলেন, ’’সূদর সাতক্ষীরা থেকে গাছের চারা নিয়ে খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষক মিলিয়ে ৫(পাঁচ) শতাধিক গাছের চারা রোপণের জন্য প্রদান করা জন্য শেখ এজাজ আহমেদ স্বপন কে বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছেন, সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি