ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : গত বৃহস্পতিবার, ১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি। এ দিন মানব জাতির শিরোমণি মহানবী হজরত মুহম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের দিন। এ দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) নামে পরিচিত। ৫৭০ সালের এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)।
আবার এই দিনে তিনি পৃথিবী ছেড়ে চলে যান। তাই মুসলিম উম্মাহ্র জন্য আজকের এ দিনটি যেমন আনন্দের, তেমনি শোকেরও। দিনটি উপলক্ষ্যে গতবৃহস্পতিবার(২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত, কালিগঞ্জ শাখার আয়োজনে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। সকাল ৯টায় শত শত ধর্মপ্রাণ মুসলিমদের অংশ গ্রহনে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসুল আল্লাহ ধ্বনিতে মুখরিত করে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবীর বিশাল র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্তরে আলোচনা সভা স্থলে সমবেত হয়।
কালিগঞ্জ উপজেলা জশনে জুলুস কমিটির সভাপতি ও উপজেলার মথুরেশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাতীয় পার্টি সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমানের সভাপতিত্বে মাওলানা আশরাফুল ইসলাম আজীজী ও মাওলানা মনিরুল ইসলাম এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী।
এছাড়া আরও বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দি ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ (রোম ইটালি) এর ব্যবস্থাপনা পরিচালক এবং সাতক্ষীরা ৪ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রনি আহমেদ, জেলা পরিষদের সদস্য বিশিষ্ট সমাজসেবক ফিরোজ কবির কাজল, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আকরাম হোসাইন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, হাফেজ শামসুল রহমান, মাওলানা শামসুল রহমান, মাওলানা আজিজীয়া, মাওলানা আব্দুল ফারুক, মাওলানা মতিউর রহমান প্রমুখ।
এছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার থেকে ধর্ম প্রিয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।এ সময় সাতক্ষীরা-৪ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রনি আহমেদ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরতœ জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন সহ মঙ্গল কামনা করে দোয়া চেয়েছেন। সবশেষ দেশ ও জাতির সকলের জন্য মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কালিগঞ্জ থানা জামে মসজিদের ইমাম মাওলানা আশরাফুল ইসলাম আজিজী।
এর পূর্বে সকাল ৯ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক ও রাজনৈতিক সংগঠন ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে বিভিন্ন কর্মসূচি পালন করেছে, এসব কর্মসূচির মধ্যে রয়েছে মহানবী (সা.) কর্ম ও জীবনী আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল।