নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গাভা পূর্বপাড়া বায়তুল মামুর জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফিংড়ি ইউনিয়নের ০৬ নম্বর মেম্বর জাহিদুজ্জামান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।
প্রধান অতিথি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে নিয়মিত নামাজ আদায়, ভ্রাতৃত্ববোধ, মাতা-পিতার সম্পত্তিতে নারী-পুরুষের অধিকার ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মসজিদের খতিব মাওলানা ইয়াকুব হোসেন। অনুষ্ঠানে হযরত মাওলানা শামিম রেজা সিদ্দিকী ও হযরত মাওলানা ফখরুদ্দিন মোবারক নবী ও রাসুলের জীবনের উপর আলোচনা করেন। অনুষ্ঠান শেষে মসজিদ কমিটির পক্ষ থেকে তাবারক বিতরণ করা হয়।