শুক্রবার , ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

মধুমল্লার ডাঙ্গী জনকল্যাণ সংঘের মতবিনিময় ও পরিচিতি সভা

প্রতিবেদক
satkhirar sakal
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ১১:৫১ অপরাহ্ণ

আলতাফ হোসেন বাবু : সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড মধুমল্লার ডাঙ্গী জনকল্যাণ সংঘের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মধুমল্লার ডাঙ্গী জনকল্যাণ সংঘের অয়োজনে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মধুমল্লার ডাঙ্গী উত্তরপাড়ায় উক্ত মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ডা. আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও ডা. নাজমুস সাকিব ব্রাইট’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, জেলা মিনিবাস-বাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, অধ্যাপক অরবিন্দ মল্লিক, পৌর ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সমীর কুমার বসু, বৃটিশ চন্দ্র রায়। এসময় উপস্থিত ছিলেন ইঞ্জি. তুষার রায়, ব্যবসায়ী স্বপন কুমার সরকার নজরুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভা ও পরিচিতি সভায় বক্তব্য বলেন পৌরসভার ৯ নং ওয়ার্ডের মধুমল্লার ডাংগী উত্তরপাড়া দীর্ঘ দিন যাবত অবহেলিত। একটু বৃষ্টি হলেই এলাকা পানিতে তলিয়ে যায়। এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়। মধুমল্লার ডাংগী উত্তরপাড়ার কয়েকটি পুকুর ছিলো, পুকুর গুলো মাটি দিয়ে ভরাট করে পরিবেশ নষ্ট করা হয়েছে। বক্তারা আরো বলেন, মধুমল্লার ডাংগী উত্তরপাড়ায় চলাচলের রাস্তার বেহাল দশা। এলাকার কিছু অসেচতন নাগরিক ইচ্ছেমত রাস্তার জায়গা দখল করে বাড়ি-ঘর নির্মাণ করাই সাধারণ মানুষের চলাচলের রাস্তাটি অনুপযোগি হয়ে পড়েছে।

রাস্তাটি প্রসস্ত না হওয়ায় উত্তরপাড়া এলাকার কোন মানুষ অসুস্থ হয়ে পড়লে এ্যাম্বুলেন্স ঢোকারমত পরিবেশ নেই। এছাড়া অত্র এলাকায় কোন বাড়িতে অগ্নিকান্ডের মত ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকারও কোন পরিবেশ নেই। এলাকায় ঘনবসতি মানুষের সমস্যার কথা চিন্তা করে উত্তরপাড়ার রাস্তাটি উচু ও প্রসস্ত করে নির্মাণ করার দাবি জানান পৌরসভার কর্তৃপক্ষের প্রতি। এছাড়া অত্র এলাকার পরিবেশ ভালো রাখতে ঘর ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়ার পরিচয় নেওয়া ও তাদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য স্থানীয় কাউন্সিলর ও থানা পুলিশের কাছে জমা দেওয়ার আহবান জানান।

মতবিনিময় সভায় স্থানীয় নাগরিকদের দাবিরমুখে পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর বলেন মধুমল্লার ডাংগী উত্তরপাড়ার রাস্তা নির্মাণের জন্য ৫৬লাখ টাকা বরাদ্দ অনুমোদন এবং টেন্ডারও হয়েগেছে। আগামী তিন মাসের মধ্যে এই রাস্তাটি আরসিসি ঢালাই করা হবে। মতবিনিময় সভায় প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ যে কোন সমস্যায় মধুমল্লার ডাংগী এলাকার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মতবিনিময় সভা শেষে মধুমল্লার ডাঙ্গী জনকল্যাণ সংঘের নতুন কমিটির নাম ঘোষণা করেন কাউন্সিলর শেখ শফিক-উদ দৌলা সাগর।

কমিটিতে সভাপতি ডা. আব্দুস ছাত্তার, সহ-সভাপতি অধ্যাপক অরবিন্দ মল্লিক, (অডিট অফিসার)বৃটিশ রায়, (সাবেক সেনা সদস্য) সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী স্বপন কুমার সরকার, সহ-সাধারণ সম্পাদক কনসালটেন্ট, ক্যান্সার মেডিসিন ডা. নাজমুস সাকিব ব্রাইট, রবিউল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

বাঁধা পেরিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে দৈনিক পত্রদূতের প্রতিনিধি সভা

শহীদ ছাত্রদের স্মরণে ফ্রি ডায়াবেটিক মেডিকেল ক্যাম্প

বটিয়াঘাটা থেকে দাকোপ পর্যন্ত নদীর পাড় ঘেঁষে পর্যটনের স্পট তৈরির পরিকল্পনা রয়েছে- ডিসি খুলনা

শ্যামনগরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলী

আশাশুনিতে জলাবদ্ধতা নিরসনে বাঁধ কাটলেন উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম

জেলার খ্যাতিমান কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের জন্মদিন পালন

আন্দোলনের নামে মুক্তিযুদ্ধ অবমাননাকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি সন্তান কমান্ডের

সাংবাদিক জাকিরকে লাঞ্চিতের ঘটনায় দেবহাটা প্রেসক্লাবের নিন্দা

সাতক্ষীরায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসায় অভিভাবক মতবিনিময় ও ছবক প্রধান অনুষ্ঠান

আলিপুর ইউনিয়ান পরিষদে আব্দুর রউফ আবারও চেয়ারম্যান নির্বাচিত